প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৯:৪২
অনিশ্চয়তায় বিপিএলের ঢাকায় সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ
বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিপিএলের মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক এম নাজমুল ইসলাম-এর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের কারণে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বিপিএলের দিনের প্রথম ম্যাচ।
সিলেট পর্ব শেষ করে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টের নতুন ধাপ। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস-এর। দিনের দ্বিতীয় ম্যাচে খেলার কথা রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস-এর। তবে প্রথম ম্যাচটি সময়মতো মাঠে গড়াচ্ছে না এটি এখন প্রায় নিশ্চিত।
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগেই জানিয়ে দিয়েছিল, দাবি পূরণ না হলে তারা মাঠে নামবেন না। নির্ধারিত সময় পর্যন্ত নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে পৌঁছাননি। ফলে ম্যাচ আয়োজন নিয়েই তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা।
এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতির বাস্তবতা তুলে ধরে বলেন, “এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত যে মন্তব্য করা হয়েছে, বোর্ড সেটির সমর্থন করে না। ক্রিকেটারদের বোঝানো হয়েছে তারা এলে খেলা হবে, না এলে খেলা হবে না। বাস্তবতা হলো, প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।