প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৬:০৩:১৯
ফের জুটি রণবীর-আলিয়া ভাট
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ফের জুটি বাঁধতে চলেছেন।
এই নিয়ে তারা কেউই মুখ না খুললেও বি-টাউনে গুঞ্জন রয়েছে ‘প্রলয়’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ও রণবীর।
আর এই গুঞ্জন যদি সত্যিই হয় তাহলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকার চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে আলিয়ার নাম। খবর থেকে আরও জানা যায়,যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৬ সালের আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শুটিং।
এর আগে ‘গল্লি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-এর মতো আলোচিত ও সফল ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট।