নেপালি নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ
ইউক্রেনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধে রাশিয়া গরিব লোকদের ভাড়াটে সেনা হিসেবে নিয়োগ দিচ্ছে—বিষয়টা আমরা মাঝেমধ্যেই পড়ছি। এ চেষ্টা লাতিন আমেরিকা থেকে আফ্রিকা ও এশিয়া পর্যন্ত বিস্তৃত। আপনি যদি এমন কাউকে চেনেন, যিনি এ রকম কোনো পথ খুঁজছেন, দয়া করে তাঁকে বলুন, এ পথে তিনি যেন পা না বাড়ান। আমরা ইউক্রেনীয়রা আমাদের বাড়িঘর ও পরিবারের জন্য লড়াই করছি। একটা সাম্রাজ্যবাদী শক্তি, যারা অতীতে বহু বছর আমাদের শাসন করেছে, তারা আবার আক্রমণ করার পর এটা আমাদের জন্য অনিবার্য এক বিকল্প। আমরা, ইউক্রেনের জনগণ, এটাকে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম বলে মনে করি।ব্যক্তিগতভাবে আমি গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের মানুষের সঙ্গে যতটা একাত্ম বোধ করি, সে রকম অন্য কোনো ক্ষেত্রে করি না। সে কারণেই আমি সবার কাছে এ অনুরোধ করছি এই আশায় যেন তাঁরা বুঝতে পারেন, রাশিয়া একটি সাম্রাজ্যবাদী শক্তি।