২০ বছরের আগে যে কারণে প্রিমিয়ার লিগে খেলা হয়নি আমিনুলের
‘টাইমমেশিনে’ চড়ে মানুষ কত পুরোনো ঘটনারই স্মৃতিচারণ করে থাকেন। খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা দেখা যায় আরও বেশি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হকের গত রাতে হঠাৎই ২০ বছরের পুরোনো এক ঘটনা মনে পড়ল। সেই ঘটনা মনে পড়তেই আক্ষেপের কথা শুনিয়েছেন আমিনুল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা যেকোনো ফুটবলারের জন্যই পরম আরাধ্যের। দেশের ফুটবলের সাবেক তারকা আমিনুলের জন্যও ব্যাতিক্রম ছিলো না। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড আমিনুলকে দলে ভেড়াতে চাইলেও সেই সুযোগ হয়নি আমিনুলের। এমনকি সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের থেকে আসা প্রস্তাবও দেখেনি আলোর মুখ।জানাগেছে, কেবল ভুল যোগাযোগের কারণে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলা হয়নি আমিনুলের। সেই সময় নিউক্যাসল ছিল ইংল্যান্ডের সেরা ক্লাবগুলোর একটি। আর আর হিলালের প্রস্তাবটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবহেলার কারণে বাস্তবায়িত হয়নি। ধারণা করা হয়, দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থ চুক্তিগুলোর একটি ছিল এটি।