মোবাইলে অশ্লীল মেসেজ ছাত্রীদের, কুপ্রস্তাব শিক্ষকের
ভারতেরবিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছেন বিভিন্ন বয়সী নারী ওশিশুরা। সমাজের প্রভাবশালী, রাজনীতিবিদ, ডক্তার এমনকি স্কুল শিক্ষকের বিরুদ্ধেও একের পর একযৌন নির্যাতনের অভিযোগ উঠছে।স্কুলে ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ, কুপ্রস্তাব, বাজেভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশিপাড়া থানার পলসন্ডা গার্লস হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মোবাইলে খারাপ মেসেজ, খারাপ ছবি পাঠানোর পাশাপাশি বাজেভাবে ছাত্রীদের স্পর্শ করারও অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষকের নাম সামিউল হোসেন। তিনি স্কুলের অস্থায়ী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে নবম শ্রেণির ছাত্রীদের কু প্রস্তাব দিয়ে আসছিলেন।