পোপ ফ্রান্সিস, যিনি প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ২১ এপ্রিল মারা গেছেন তিনি মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৮ বছর।ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেরেল এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার ২১ এপ্রিল সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে ফিরে গেছেন।তরুণ বয়সে তার একটি ফুসফুস আংশিক অপসারণ করা হয়েছিল। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি তাকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থেকে শুরু হয়ে পরে তা ডাবল নিউমোনিয়ায় রূপ নেয়। হাসপাতালটিতে তিনি ৩৮ দিন ছিলেন যা তার ১২ বছরের পোপজীবনের সবচেয়ে দীর্ঘ চিকিৎসা ছিল।২০১৩ সালের ১৩ মার্চ, এক বৃষ্টিভেজা রাতে আর্জেন্টিনার বাসিন্দা হোর্হে মারিও বারগোলিও পোপ হিসেবে নির্বাচিত হন। তার প্রথম বক্তব্য ছিল সাধারণ এক বুয়োনাসেরা (ইতালিয়ান ভাষায় শুভ সন্ধ্যা) যা তার নম্র ও মানবিক রূপের ইঙ্গিত দিয়েছিলতবে তার খোলামেলা বক্তব্য, এলজিবিটিকিউ+ ক্যাথলিকদের প্রতি সহানুভূতি, পুঁজিবাদের সমালোচনা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশের কারণে অনেক রক্ষণশীলদের অসন্তুষ্ট করেন। ২০১৮ সালে চিলির এক পুরোহিতের যৌন নিপীড়নের ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েন, যা তার পোপজীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল।করোনাভাইরাস মহামারির সময় পুরো বিশ্ব যখন লকডাউনে, তখন ফাঁকা সেন্ট পিটার্স স্কয়ারে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা সবাই একই নৌকায় আছিদুর্বল ও বিভ্রান্ত। আমাদের একে অপরকে সহানুভূতি দিয়ে পাশে থাকতে হবে।তার মৃত্যুতে ক্যাথলিক চার্চসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
১ মাস আগে
বায়ু দূষণের কারণে দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি হচ্ছে। এক্স-এর একটি পোস্টে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে চলবে। বিবিসি বলছে, দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকির কবলে পড়েছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল
৬ মাস আগে
শ্রীলঙ্কারপ্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থি জোট আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের আংশিক ফলাফল অনুযায়ী, বেশিরভাগ ব্যালট গণনা শেষে দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ৬২ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট সমাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) থেকে এগিয়ে রয়েছেএনপিপিএ পর্যন্ত ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৪১টি আসনে জয় লাভ করেছে। সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার ছেলে সজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন এসজেবি ৩৫টি আসনে জয় পায়। এ ছাড়া তামিল জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্চি সাতটি আসন লাভ করে এবং নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট তিনটি ও শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা দুটি আসন লাভ করে।
৬ মাস আগে
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কী করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
৬ মাস আগে