দূষণের কবলে দিল্লি,সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
বায়ু দূষণের কারণে দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি হচ্ছে।
এক্স-এর একটি পোস্টে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে চলবে। বিবিসি বলছে, দিল্লি এবং আশপাশের শহরগুলো ব্যাপক মাত্রায় দূষণের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকির কবলে পড়েছে। বৃহস্পতিবারও দিল্লির বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল