দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সোমবার ১৯ মে সকাল ৭টার দিকে মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আজগর আলীর ছেলে মো. দেলোয়ার, মো. ইমরুল, জুলফিকার আলী ও মোহাম্মদ মানিক।আহতরা হলেন- আল-মামুন, আবদুস মান্নান, ও নাহিদ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যান।
৪ দিন আগে
(১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ দুর্ঘটনায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রিকশার যাত্রী নিহত হন এবং আহত হন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৬ মাস আগে
কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুই পথচারি।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।বে আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে সরে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিকেলে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেল কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ীটির ধাক্কায় দুই পথচারি আহত হন।
৬ মাস আগে