সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে বিদেশি নাগরিক নিহত
কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুই পথচারি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।
বে আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে সরে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিকেলে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেল কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ীটির ধাক্কায় দুই পথচারি আহত হন।
সংশ্লিষ্ট
প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি ২৬ জানুয়ারি ভোর রাত সাড়ে ৪ টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এই আত্মহত্যার ঘটনা ঘটে।পুলিশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
(২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের বহর থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ ডিসেম্বর সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। জানা যায়, শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয় খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামিশেখ হাসিনার গ্রেপ্তারের অগ্রগতি জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।আগামী ১৭ ডিসেম্বরের মধ্যেঅগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজামজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালএ আদেশ দেন। শেখহাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করতে আদালতেসময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটরমোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল এ সময় জানতেচান শেখ হাসিনা কোথায়।তখন তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন শেখ হাসিনাপালিয়ে গেছেন।