বিশ্বকাপ বাছাইপর্বের প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার
২০২৬সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের ম্যাচে ২-১ গোলে হার দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। পুরো ম্যাচেই নিষ্প্রভ হয়ে ছিলেন মেসি।
ম্যাচেরশুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডেরেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করে।
২০২৬বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির ওপর মেজাজ হারালেন লিওনেল মেসি। মাঠে রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোর দিকে আঙুল তুলে শাসান তিনি। ডিফেন্ডার ওমর আলদেরেতে বাজেভাবে ট্যাকেল করলেও রেফারি কার্ড না দেখানোয় এমন প্রতিক্রিয়া লিওর।
সংশ্লিষ্ট
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেনআন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’
রোববার (২৩ নভেম্বর) সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিসিবি ঘোষিত ১৪ সদস্যের দলে নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন জাওয়াদ আবরার। দেশ ছাড়ার আগে তামিম জানিয়ে গেছেন, দলের লক্ষ্য এবার শুধু এশিয়া কাপে শিরোপা ধরে রাখা নয়, ২০২০ সালের মতো বিশ্বকাপও জয় করা
ক্রিকেটভক্তদের জন্য দারুণ একখবর বল হাতে অ্যান্টিগারমাটিতে দারুণ ছন্দে টাইগার বোলাররা। যদিও চার দিনেরপ্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে দুই দিনেই শেষহয়ে যায়, প্রথমদিনেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেনজাকের আলী অনিক, মাহিদুলইসলাম অঙ্কন এবং লিটন দাস।তাদের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ তুলেছিল ২৫৩ রানের সম্মানজনকস্কোর।দ্বিতীয়দিনের সকাল বৃষ্টিতে ভেস্তেগেলেও দুপুরের পর শুরু হওয়াখেলায় টাইগার বোলাররা তাদের দাপট দেখান। ম্যাচেরপ্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৫ রান তুলতেইহারায় পাঁচ উইকেট।ম্যাচের২৮তম ওভারে আসে দিনের সেরামুহূর্ত। হাসান মুরাদ পরপর তিন বলেড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকেআউট করে হ্যাটট্রিক পূরণকরেন। বেকফোর্ড ও হোল্ডারকে এলবিডব্লুএবং বিদাইসিকে বোল্ড করেন এই তরুণস্পিনার। বৃষ্টিরকারণে ম্যাচটি ড্র হলেও দুইদিনের লড়াইয়ে বাংলাদেশের দাপট স্পষ্ট। হাসানমুরাদের হ্যাটট্রিক এবং পেসারদের দুর্দান্তবোলিং পারফরম্যান্সে টাইগারদের প্রস্তুতি যে দারুণভাবেই চলছে, তা বলার অপেক্ষা রাখেনা।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দীর্ঘ সংস্করণ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন সাউদি। এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০০৮ সালে অভিষেক হয়েছিল ৩৬ বছর বয়সী পেসারের। বিদায়ের বিষয়ে তিনি বলেছেন, ‘শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল নিউ জিল্যান্ডের হয়ে খেলা। ১৮ বছর ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলতে পারা আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও প্রাপ্তি। যে খেলাটা আমাকে এত কিছু দিয়েছে সেখান থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করি।