দীর্ঘ ১৬ বছরের পথচলা থামাতে যাচ্ছেন সাউদি টেস্ট থেকে দিয়েছেন অবসরের ঘোষণা
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দীর্ঘ সংস্করণ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন সাউদি। এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০০৮ সালে অভিষেক হয়েছিল ৩৬ বছর বয়সী পেসারের। বিদায়ের বিষয়ে তিনি বলেছেন, ‘শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল নিউ জিল্যান্ডের হয়ে খেলা। ১৮ বছর ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলতে পারা আমার জীবনের সর্বোচ্চ সম্মান ও প্রাপ্তি। যে খেলাটা আমাকে এত কিছু দিয়েছে সেখান থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করি।