চট্টগ্রাম নগরের আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলে সাগর পাড়ে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭টি দোকান।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলেদের জাল রাখার ঘর, বসতঘর, চায়ের দোকান, মুদির দোকানসহ ৩৭টি স্থাপনা পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। নগরের আগ্রাবাদ, বন্দর, ইপিজেড ও কেইপিজেড ফায়ার স্টেশনের ইউনিটগুলো ৭টার দিকে আগুননির্বাপন করে।
সংশ্লিষ্ট
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪ জানুয়ারি দিনগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানানো হয়।দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীটির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।পোস্টে জানানো হয়, গত ২৭ ডিসেম্বর বিজিবির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়। এছাড়াও ওই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়। তাছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধানসহ বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত সাত বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ুদূষণ মাত্রার বার্ষিক গড় মান ৩৫ এর কাছাকাছি থাকার কথা; সেখানে প্রতিবছরই ঢাকায় এ মান থাকে ৮০ এর উপরে। গতবছর ঢাকায় এ দূষণের মান ছিল ৮৩.৯। প্রতিনিয়ত বায়ুদূষণের মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা ২০২৪ থেকে ২০৩০ গ্রহণ করা হয়েছে। সেখানে ইটভাটা বন্ধসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
(৮ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমসাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিরমাধ্যমে এ তথ্য জানানোহয়েছে। বিজ্ঞপ্তিতেবলা হয়, যাদের জাতীয়পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদেরকেজরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেইসংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসেগিয়ে ভুল সংশোধন করারজন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে, গত ২ ডিসেম্বর নির্বাচনকমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজলমো. সানাউল্লাহ বলেন আগামী বছরের২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগারগাঁওয়েরনির্বাচন ভবনে নতুন নির্বাচনকমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়েএ কথা বলেন তিনি।
৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশউন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনিএই কথা জানা। পরিকল্পনাও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদবলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। দেশেরবর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষেস্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশেনিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্যরাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরইহয়তো একটা নির্বাচিত রাজনৈতিকসরকার দেখব।ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্যএই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তারবিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্নশিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরেরয়েছে বাংলাদেশ।