তিন মাস বন্ধ থাকার পর ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন
ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস তিন মাস ১০ দিন পর আজ থেকে আবার চালু হয়েছে।দীর্ঘদিনপর ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।ট্রেন পুনরায় চালুর ক্ষেত্রে অবদান রাখা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।