ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার বাতিলের রায় বহাল
১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব । জানিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়
সংশ্লিষ্ট
জানুয়ারি ২ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে । নির্বাচন কমিশন
(৮ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমসাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিরমাধ্যমে এ তথ্য জানানোহয়েছে। বিজ্ঞপ্তিতেবলা হয়, যাদের জাতীয়পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদেরকেজরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেইসংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসেগিয়ে ভুল সংশোধন করারজন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে, গত ২ ডিসেম্বর নির্বাচনকমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজলমো. সানাউল্লাহ বলেন আগামী বছরের২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগারগাঁওয়েরনির্বাচন ভবনে নতুন নির্বাচনকমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়েএ কথা বলেন তিনি।
আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার দেখবে: পরিকল্পনা উপদেষ্টা
৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশউন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনিএই কথা জানা। পরিকল্পনাও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদবলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। দেশেরবর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষেস্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশেনিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্যরাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরইহয়তো একটা নির্বাচিত রাজনৈতিকসরকার দেখব।ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্যএই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তারবিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্নশিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরেরয়েছে বাংলাদেশ।
আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনেজনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসউর রহমান এ তথ্য জানান।তিনি বলেন পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন–ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জন ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।এ ছাড়াও নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।