সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে আটকে পুলিশে দিল জনতা
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টিনিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনিজানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। তবে, তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই।
থানায়সাবেক এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।
গোলামকিবরিয়া টিপু জাতীয় পার্টির হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংশ্লিষ্ট
৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশউন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনিএই কথা জানা। পরিকল্পনাও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদবলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। দেশেরবর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষেস্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশেনিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্যরাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছরইহয়তো একটা নির্বাচিত রাজনৈতিকসরকার দেখব।ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্যএই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তারবিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্নশিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরেরয়েছে বাংলাদেশ।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠানে এ কথা বেলন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টিনিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।তিনিজানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। তবে, তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই।থানায়সাবেক এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।গোলামকিবরিয়া টিপু জাতীয় পার্টির হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকেরাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এগোলাগুলির ঘটনা ঘটে।স্থানীয়সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদেরমধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তাৎক্ষনিকভাবে আহতদের নাম বা পরিচয়নিশ্চত হওয়া যায়নি। তারারাউজানের একটি বেসরকারি হাসপাতালেচিকিৎসা নিচ্ছেন। সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ওভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনাঘটেছে। এতে সাধারণ মানুষগুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনেরপর বিবদমান দুই গ্রুপের মাঝেঅন্তত ৪ বার রক্তক্ষয়ীসংঘর্ষের ঘটনা ঘটে। রাউজান থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুররহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতেপারবো।