তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে দাবিতে ফের মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই কলেজটিরসামনের সড়কে যান চলাচলবন্ধ হয়ে যায়। এতেকরে চরম ভোগান্তিতে পড়েছেনসাধারণ মানুষ।
এর আগে, সোমবার বেলাসাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজক্যাম্পাস থেকে মিছিল নিয়েমহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথঅবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এইঅবরোধ চলে। পরে অবরোধতুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়েবৈঠক করেন।
সন্ধ্যাসাড়ে ৬টার দিকে আবারনতুন করে তিতুমীর কলেজেরসামনের সড়ক অবরোধ করছেনশিক্ষার্থীরা।