শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার১৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
তিনিবলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয়গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা ঠিক হচ্ছেনা, অন্তর্বর্তী সরকার এটাকে নেতিবাচকভাবে দেখছে। ফলে বাংলাদেশের পক্ষথেকে ভারত সরকারকে অসন্তোষজানানো হয়েছে।
তৌফিকহাসান বলেন, ভারত সরকারকে অনুরোধকরা হয়েছে শেখ হাসিনা যেনসেখানে বসে বক্তব্য বাবিবৃতি না দিতে পারেন।তবে ভারত থেকে কোনোউত্তর পায়নি বাংলাদেশ বলেও জানান তিনি।