পদত্যাগ করেছেন হাইকোর্টের ৩ বিচারপতির
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।
রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট
আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশ হাইকোর্ট। রোববার (১৬ মার্চ) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আজ বেলা ১১টায় আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ ছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। সেসময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন- পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
গত কয়েকদিন কুড়িগ্রামে কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে নিম্নআয়ের মানুষ। গত চার দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। ২৫ জানুয়ারি সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের দেখা না মেলার ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজারহাট উপজেলা চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী এলাকার কৃষক সেকেন্দার আলী বলেন, গত পাঁচ দিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে পারছি না। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। পাঁচ দিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
২৪ জানুয়ারি দেশটির দুর্যোগপীড়িত নর্থ ক্যারোলাইনা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য পরিদর্শন করেছেন। এই সফরের মাধ্যমে তিনি জরুরি সাহায্য প্রদানের বিষয়টিকে রাজনৈতিক লক্ষ্যপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। খবর এএফপির।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এমন একটি অধ্যাদেশে স্বাক্ষর করবেন, যা কেন্দ্রীয় দুর্যোগ সংস্থাকে বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, এটি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করার এবং কোন রাজ্যগুলো ওয়াশিংটন থেকে অর্থ পাবে, সে বিষয়টি নির্ধারণ করতে তার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই সফর এমন একটি সময়ে অনুষ্ঠিত হলো যখন তার প্রতিশ্রুতি অনুসারে লাখ লাখ অনিবন্ধিত লোকজনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এদের মধ্যে অনেককে সামরিক বিমানে করে দেশ থেকে বের করে দেওয়ার কাজও চলছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি একটি নির্বাহী আদেশে সই করতে পারেন, যেটির মাধ্যমে ফেমাকে পুনর্গঠনের বা ঢেলে সাজানোর কাজ শুরু হতে পারে অথবা ফেমাকে বন্ধ করে দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘আমরা ফেমাকে চলে যেতে সুপারিশ করব।’