জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়েছে।বার্তায় বলা হয়, ডা. মো. সায়েদুর রহমান বলেন, আজকে আমরা নিশ্চিত করতে চাই, এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে।