জুলাই-আগস্টের আন্দোলনে শহীদের তালিকায় বাড়ল আরও একজনের নাম
ত্র-জনতার আন্দোলনে আহত কলেজ শিক্ষার্থীমো. আব্দুল্লাহ (২৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
এর ফলে জুলাই অভ্যুত্থানেশহীদের তালিকায় যুক্ত হলো আরও একনাম। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের মেঝভাই নুর আলম। তিনিজানান, আবদুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজেররাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনেরচতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল।
জানাগেছে, আব্দুল্লাহ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডেরবড় আচড়া গ্রামের বাসিন্দাআব্দুর জব্বার ও নাজিয়া খাতুনদম্পতির সন্তান। আন্দোলনের শুরু থেকেই আব্দুল্লাহসক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টসন্ধ্যা ৭টার দিকে রাজধানীরতাঁতীবাজার মোড়ে বংশাল থানারসামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। তারকপালের ঠিক মাঝ বরাবরগুলি লাগে। প্রায় দুই থেকে তিনঘণ্টা পড়ে থাকার পরপ্রথমে তাকে মিটফোর্ড এবংপরে ঢাকা মেডিকেলে নেওয়াহয়। সেখানে রাত ৩টা থেকেভোর ৬টা পর্যন্ত অপারেশনেরপর ডাক্তাররা তাকে আশ্বস্ত করেনসুস্থ হওয়ার ব্যাপারে। দুদিন পর তাকে রিলিজদিলে তিনি বাসায় চলেযান। তবে বাড়িতে এসেতার প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকেআবার ঢাকা মেডিকেলে আনাহয়। চিকিৎসকরা মাথার ভেতরে ইনফেকশন দেখতে পান যা তরলপ্লাজমার মতো গলে গলেপড়তে থাকে। অবস্থার উন্নতি না হওয়ায় গত২২ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তরকরা হয়।