আরও ৫০ কোটি টাকার সম্পদের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের। দুদকের তদন্তে
সাবেকস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওতার পরিবারের নামে নতুন করেঅন্তত অর্ধশত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের দালিলিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকেরতদন্তে কামাল ও তার পরিবারেরসদস্যদের নামে ময়মনসিংহ, জামালপুরও টাঙ্গাইল রুটে চলাচলকারী ১৮টিবাস, সীমান্ত স্কয়ারে দুটি দোকানের মালিকানা, বিভিন্ন ব্যাংকে ৫০ লাখ টাকারসঞ্চয়পত্রসহ প্রায় ২০ কোটি টাকাজমা থাকার প্রমাণ মিলেছে। এমনকি পালিয়ে থাকা অবস্থায়ও কামালেরব্যাংক হিসাবে আড়াই কোটি টাকাজমা হয় বলে জানাগেছে। ব্যাংকের নগদ টাকা ওদোকান-বাস মিলিয়ে আসাদুজ্জামানখান কামালের পরিবারের নামে নতুন করে৫০ কোটি টাকার সম্পদথাকার প্রমাণ পেয়েছে দুদক।