শেষ ‘স্ত্রী-২’ সিনেমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
শেষ ‘স্ত্রী-২’ সিনেমা দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত মনেও শক্ত জায়গা রয়েছে তার। ভৌতিক ঘরানার সিনেমায় কাজ করার কারণে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে তিনি আধ্যাত্মিক বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা জানান, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তার কৌতূহল রয়েছে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট প্রথা বা মতাদর্শের প্রতি পুরোপুরি আস্থা রাখেন না এই অভিনেত্রী।
শদ্ধা আরও বলেন, পিতৃপক্ষের দিনে আমি দুটি পূজা করেছি। যা আমার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সনাতন সংস্কৃতিকে নির্দেশ করে। আমি ওই দিন কৌতূহলবশত পণ্ডিতের সঙ্গে বসেছিলাম এবং তার কাছে আগামী নয় দিনের উৎসব সম্পর্কে জানতে চেয়েছিলাম। কারণ আমি ঐশ্বরিক দেবী শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলাম।
সংশ্লিষ্ট
পৃথিবীর মায়া ত্যাগ করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব শুক্রবার ২৩ মে রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্র্রী দীপশিখা নাগপাল, মুকুল দেবকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা আন্থ দ্য ইন্ড’-এ। ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিন-এ ‘বিজয় পাণ্ডে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ‘দাস্তাক’ সিনেমা দিয়ে, যেখানে তিনি এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে অভিনয় করেন। বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মুকুল দেব। তার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ ছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। সেসময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন- পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
আজ শ্রোতাদের তৃষ্ণা মেটার পালা। ঢাকার মঞ্চে আজ গান গাইবেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। দেশের সংগীতপ্রেমী মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম নগরবাউল জেমস। এই জনপ্রিয় গায়ককে মঞ্চে গাইতে দেখার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকেন শ্রোতারা রাজধানীর সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি
আজ মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’। প্যান ইন্ডিয়ার এই ছবিটি শুধু বাংলাদেশেই নয়, মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২২টি দেশের ২৫৭ প্রেক্ষাগৃহে। বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’।গত কয়েক মাস ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থবির অবস্থা বিরাজ করেছে।ঈদ ছাড়াই মুক্তি পেলো শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘দরদ’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে আলোচিত এ সিনেমা।শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’। এছাড়া ভারতসহ ২২টি দেশে একযোগে চলছে সিনমোটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।