নতুন পরিচয়ে ভক্তদের মাঝে ধরা দিলেন অভিনেত্রী জয়া বচ্চন
বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। এবার দর্শকমহলে ভিন্ন পরিচয়ে ধরা দিতে চলেছেন। মাইক্রোফোন হাতে স্টেজে উঠে গান গাইবেন তিনি।
জয়া যে বহুমুখী প্রতিভার অধিকারী, তা নতুন কথা নয়। তবে এবার যে গাই গাইতে চলেছেন তা বাস্তবে নন, সিনেমার পর্দায় নতুন ছবি ‘দিল কা দরওয়াজা খোলা না ডার্লিং’ -একটা বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ওয়ামিকা গাব্বি। ইতোমধ্যেই সামনে এসেছে এই রোম্যান্টিক-কমেডির ফার্স্ট লুক পোস্টার। সিদ্ধান্ত-ওয়ামিকার পাশাপাশি দেখা গেল জয়াকেও। সেখানেই মঞ্চে গায়িকার বেশে হাজির হয়েছেন জয়া।