সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪১৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৪৩ জন। এ ছাড়া সিলেট বিভাগে ৬৯২ জন, খুলনা বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, বরিশাল বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ১২৭ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান। আর ডেঙ্গু আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।