দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ : অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ
মঙ্গলবারসচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিতএক সংবাদ সম্মেলনে এ কথা বলেনতিনি।
অর্থউপদেষ্টা বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবেসরকারি কর্মকর্তা যারা আছেন, তাদেরবেতন-ভাতা আটকাবে না।এডিপিতে কোন কোন প্রকল্পঅপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায়দেওয়া হয়েছে তা খতিয়ে দেখাহচ্ছে।
এ সময় অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকএবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানখান উপস্থিত ছিলেন।