গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের সহায়তা কামনাকরেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত গণতান্ত্রিক সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দীন মোজাহিদ (মাহি) ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার আহবায়ক সানোয়ার খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, সহকারী সদস্য সচিব মো. শোয়াইব ও সদস্য আন্দালিভ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।