গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের সহায়তা কামনাকরেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত গণতান্ত্রিক সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দীন মোজাহিদ (মাহি) ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার আহবায়ক সানোয়ার খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, সহকারী সদস্য সচিব মো. শোয়াইব ও সদস্য আন্দালিভ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট
আগামী১ জানুয়ারি বই উৎসব হচ্ছেনা বলে জানিয়েছেন প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জনরায় পোদ্দার তবেজানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদেরহাতে বই তুলে দেওয়াহবে (০৮ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে তিনি এসব কথাবলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের ভেতরে ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন, মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই কলেজটিরসামনের সড়কে যান চলাচলবন্ধ হয়ে যায়। এতেকরে চরম ভোগান্তিতে পড়েছেনসাধারণ মানুষ। এর আগে, সোমবার বেলাসাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজক্যাম্পাস থেকে মিছিল নিয়েমহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথঅবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এইঅবরোধ চলে। পরে অবরোধতুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়েবৈঠক করেন।সন্ধ্যাসাড়ে ৬টার দিকে আবারনতুন করে তিতুমীর কলেজেরসামনের সড়ক অবরোধ করছেনশিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় দাবিতেমহাখালীর রেল ও সড়কপথ থেকে অবরোধ প্রত্যাহারকরেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর আগে, বেলা সাড়ে১১টার দিকে রাজধানীর মহাখালীরআমতলী সড়কে অবস্থান নেনসরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলেআশপাশের এলাকায় যান চলাচল বন্ধহয়ে যায়। এতে তীব্রযানজটের সৃষ্টি হয়। অবরোধচলাকালীন শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়েরঅধিভুক্ত হলেও শিক্ষার মানেরকোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়েআমরা সড়ক অবরোধ করেছি।