বিশ্বকাপ বাছাইপর্বের প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার
২০২৬সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের ম্যাচে ২-১ গোলে হার দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। পুরো ম্যাচেই নিষ্প্রভ হয়ে ছিলেন মেসি।
ম্যাচেরশুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডেরেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করে।
২০২৬বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির ওপর মেজাজ হারালেন লিওনেল মেসি। মাঠে রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোর দিকে আঙুল তুলে শাসান তিনি। ডিফেন্ডার ওমর আলদেরেতে বাজেভাবে ট্যাকেল করলেও রেফারি কার্ড না দেখানোয় এমন প্রতিক্রিয়া লিওর।