আইসিসির ওডিআই র্যাঙ্কিং থেকে নাম সরালো সাকিব আল হাসান
সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নামের সাথে নাম্বার ওয়ান তকমা জড়িয়ে বাইশ গজের ক্রিকেট মাতিয়েছেন ইচ্ছে খুশি। স্বমহিমায় নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। তবে এর সবকিছুই কি এখন শুধুই অতীত?
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতি টানার ঘোষণার পর সাকিবের নামটা র্যাঙ্কিংয়ে থেকে সরিয়ে নেয় আইসিসি। মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্নভঙ্গ হওয়ার পর এই ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখনও পর্যন্ত আসেনি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনাতো ছিল সাকিবের। এরপরও তার নাম র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। অবসর না নেয়ার পরও কেন সাকিবের নাম সরিয়ে নিলো আইসিসি?