আইপিএলে কলকাতার নজরে তাসকিন!
কদিনপরই সৌদি আরবের মাটিতেবসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নিলাম। আগামী ২৪-২৫ নভেম্বরদুই দিনব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় চলবেক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ। এবারেরনিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটারনাম জমা দিয়েছেন বলেজানা গেছে। যদিও তালিকা প্রকাশনা করায় কারা আগ্রহপ্রকাশ করেছেন বিস্তারিত জানা যায়নি।