বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ভেনেজুয়েলার মাঠে ১-১ ড্র করেছে ব্রাজিল।
প্রথমার্ধের শেষদিকে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে লিড নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বিরতির পর স্বাগতিকরা সমতায় ফিরলেও ম্যাচের ৫৯তম মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস।গত মাসে বাছাইয়ের দুটি ম্যাচে চিলি ও পেরুকে যথাক্রমে ২-১ ও ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তাতে দলটির বাজে সময় পেরিয়ে ছন্দে ফেরার আভাস মিলেছিল কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে এবার হোঁচট খেল তারা।ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও দরিভালের দল শুরুর আক্রমণের ধার বজায় রাখতে পারেনি।