প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৯:১৭
আর্জেন্টিনায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি ঘটে শনিবার ২৭ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে।
ইএমএসসির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান্তিয়াগো দেল এস্তেরো শহর থেকে প্রায় ১২১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং আনাতুয়া শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতা আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।