সকালে চিরকুট লিখে হত্যার হুমকি, সন্ধ্যায় শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলেরকালিয়ায় ধানক্ষেত থেকে হামিদা খানম (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শিশুটির দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থাকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল নিহতের পরিবারের লোকজন।
চিরকুটটিতেলেখা ছিল, ‘তোরা যদি খুদ চালান দিস। তাহলে মনে রাখবি, তোর সন্তানদের মধ্যে একজনকে হারাবি বা তোর ভাইয়ের মেয়েকে। এটা আমার শেষ কথা।’
চিরকুটেশামিমা আক্তার ও হামিদার নাম লেখা ছিল। শামিমা ও হামিদা দুই বোন।
পরিবারও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশে বের হন হামিদা। পরে বিকেল ৪টার দিকে তার খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশেপাশে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি উত্তর পাশে একটি ধানক্ষেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে তারা। এসময় রশি দিয়ে তার দুই হাত বাঁধা ছিল এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল।
নিহতেরপরিবারের দাবি, বুধবার (১৩ নভেম্বর) রাতে কেউ হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। সেই চিঠিতে হামিদা ও তার চাচাতো বোন শামীমার একজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হুমকি দিয়েছিল, তারাই হাত বেঁধে পিটিয়ে হত্যা করেছে হামিদাকে।
এব্যাপারে যোগাযোগ করা হলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট যে, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সংশ্লিষ্ট
গত কয়েকদিন কুড়িগ্রামে কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে নিম্নআয়ের মানুষ। গত চার দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। ২৫ জানুয়ারি সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের দেখা না মেলার ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজারহাট উপজেলা চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী এলাকার কৃষক সেকেন্দার আলী বলেন, গত পাঁচ দিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে পারছি না। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। পাঁচ দিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায়, চারমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে একটি সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন দিয়ে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র হাতে ফুল মিয়ার উপর হামলা চালায়।
গাইবান্ধারগোবিন্দগঞ্জে পৃথক ৩টি হিমাগারে পর্যাপ্ত মজুত থাকার পরও চড়ামূল্যে আলু বিক্রি হচ্ছে। ফলে হিমাগার থেকে বের করা মাত্র পরপর তিনবার হাত বদল হয়ে বাড়ছে আলুর দাম। সিন্ডিকেটের কারসাজিতে উৎপাদন পর্যায়ে ৩০-৩৫ টাকার আলু হাত বদলে ভোক্তাদের ব্যাগে উঠছে ৬৫-৭৫ টাকা কেজি দরে।অন্যদিকেআলুর দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের। তবে পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেটকে। ব্যবসায়ীদের অভিযোগ হাতবদল হলেই বাড়ছে আলুর দাম। বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এ অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা।
ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস তিন মাস ১০ দিন পর আজ থেকে আবার চালু হয়েছে।দীর্ঘদিনপর ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।ট্রেন পুনরায় চালুর ক্ষেত্রে অবদান রাখা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।