গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, আহত ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) আটক করেছে পুলিশ।
মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে
পুলিশ ও স্থানীয়রা জানায়, চারমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে একটি সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন দিয়ে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র হাতে ফুল মিয়ার উপর হামলা চালায়।