প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:২৬
ইউক্রেন রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগমুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গত এক দিনে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি আর্টিলারি ও রকেট হামলায় ইউক্রেনের বিভিন্ন অবস্থান ও বসতিতে চার হাজারের বেশি গোলাবর্ষণ হয়েছে।
ইউক্রেনের দাবি, গত এক দিনে রাশিয়ার প্রায় ১ হাজার ২০০ সেনা হতাহত হয়েছে। এছাড়া পাঁচটি ট্যাংক, ১৯টি সাঁজোয়া যান, ৩৩টি আর্টিলারি ব্যবস্থা, ২০৫টি ড্রোন এবং দেড় শতাধিক সামরিক যান ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর চালানো ইউক্রেনের ৬২টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সারাতোভ, ভোরোনেজ, রোস্তভ, বেলগোরোদ, ভলগোগ্রাদ অঞ্চল এবং ক্রিমিয়ার আকাশসীমায় ধ্বংস করা হয়।